



#মালবাজার: বৃহস্পতিবার সকালে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা পাথরঝোড়া চা বাগানের আবাদি এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে মাল থানার পুলিশ। মৃতের নাম তুলসি উরাও(২৬)। মৃত যুবক গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিল বলে জানাগেছে। এদিন তার মৃতদেহ চা বাগানের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
চা বাগানের বাসিন্দা মৃতের এক আত্মীয় জানায়, মৃত যুবকের মানসিক ভারসাম্য ঠিক ছিল না। মাঝেমধ্যে বাড়িতে না বলে বেরিয়ে যেত। কখনো ১ মাস আবার কখনো ১৫ দিন বাদে ফিরে আসতো। এবারও গত ১ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ ছিল। মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
