#ইসলামপুরঃ চোপড়া ব্লকের হাপতিয়াগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার গ্রামবাসীদের লালা রস পরীক্ষা করলেন স্বাস্থ্যকর্মীরা। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, ধারাবাহিকভাবে চোপড়া ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতেই চলবে এই পরীক্ষা শিবির। এলাকার মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্যই এই সরকারি ভাবে পরীক্ষার ব্যবস্থা।এদিন হাপতিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের প্রেমচাঁদ গছে একশো পঁচিশ জনের লালারস পরীক্ষা করা হয়।