



ইসলামপুর: কমিশনের ভিত্তিতে ২০০৯ সাল থেকেই কাজ করছিলেন তারা। বর্তমানে করোনা সংক্রমণে বেশ কয়েক মাস ধরে তাদের কমিশন বন্ধ। দীর্ঘদিন ধরে আয় বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেকেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এমনই বিষয়কে সামনে রেখে রবিবার রাজ্যের শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী গোলাম রাব্বানীকে স্মারকলিপি দিলেন কর্মীরা। শ্রম দপ্তরের এস এল ও দের সংগঠনের পক্ষে সহ-সভাপতি হরিপদ বসাক জানান, তাদের কমিশন প্রথা তুলে দিয়ে বেতন চালু হোক। অবিলম্বে বকেয়া প্রাপ্য তুলে দেওয়া হোক। সমস্যার সমাধান না হলে তারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
