News Britant

ফের চীনা অনুপ্রবেশ রুখে দিলো ভারতীয় সেনা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ বৃত্তান্তঃ লাদাখের প্যাংগং সো লেকে ফের চীনা সৈন্যের প্রবেশ রুখে দিল ভারতীয় সেনা।সেনা সূত্রে খবর, বড়সড় সেনার দল এনে চীন ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করে কিন্তু ভারতীয় সেনা চীনাদের আটকে দেয়। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলেও চীনা সেনারা পিছু হাঁটতে বাধ্য হয়। যেসময় দুই দেশের মধ্যে মধ্যস্ততার কথা চলছে সেখানে দাঁড়িয়ে চীনা সৈনদের এধরনের পদক্ষেপ ভালো চোখে দেখছে না ভারত। সেনা মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, পূর্ব লাদাখে প্রবেশ করা চীনদের ফেরত পাঠাতে দফায় দফায় বৈঠক চলছে দুদেশের, তারই মাঝে প্যাংগং ২৯ তারিখ গভীর রাতে চীনারা অনুপ্রবেশের চেষ্টা করে তবে ভারতীয় সেনারা তাদের রুখে দেয়।

বারবার চীনে এই অনুপ্রবেশ সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে। একদিনে পাকিস্তান আর অন্যদিকে চীন ইচ্ছাকৃত ভাবেই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এপ্রিল-মে থেকে ফিঙ্গার এরিয়া, গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস ও কোংগ্রাং নালা এলাকায় চীনা অনুপ্রবেশ নিয়ে ভারত-চীন দ্বন্দ্ব চলছে,সেই দ্বন্দ্ব এখনও চলছে। দুপক্ষের দফায় দফায় বৈঠক হলেও কোনো সুরাহা মেলেনি। ফিঙ্গার এরিয়া থেকে এখনও চীনারা সরে আসেনি। ভারত জানিয়েছে, পূর্ব লাদাখের ফিঙ্গার এরিয়া থেকে শুধু চীনই সরবে, ভারতের সরার কোনো প্রশ্ন নেই।

 

News Britant
Author: News Britant

Leave a Comment