



#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: সোমবার সংসদে কৃষিবিল পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদে উত্তাল সারা দেশ। কেন্দ্র সরকার শুধু কৃষকবিরোধী নয়, জনবিরোধী সরকার বলে কটাক্ষ করছেন বিরোধীরা। দেশজুড়ে প্রতিবাদস্বরূপ শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। মঙ্গলবার এই নয়া কৃষিবিলের বিরোধিতা এবং অত্যাবশ্যকীয়পন্য বাতিলের বিরুদ্ধে রায়গঞ্জ ব্লক কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে মহারাজা মোড়ে পথসভা ও অবস্থান বিক্ষোভ চলে৷ দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা এই অবস্থান বিক্ষোভে সামিল হন উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরাও।
কৃষিবিলে নিত্যপ্রয়োজনীয় বা অত্যাবশকীয় জিনিসপত্রের পুনঃবিন্যাস করতে গিয়ে যেভাবে আলু, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল সহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসকে অত্যাবশকীয় পণ্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তা জনবিরোধী বলে পথসভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি সাহবুদ্দিন অাহমেদ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, নিখিল বর্মণ, মহেশ বর্মন, সত্যেন বর্মণ, গৌতম বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।
