



#উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্র ছাত্রী এবং শিক্ষা জগৎ থেকে বিদায় নিলেন জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ ডঃ আব্দুর রেজ্জাক, বৃহস্পতিবার এই দুঃসংবাদ ছড়িয়ে পরতেই জলপাইগুড়ি শহরের শিক্ষা মহলে নেমে আসে শোকের ছায়া, অধ্যক্ষের অকাল প্রয়ানের প্রসঙ্গে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলার অন্যতম নেতা বিজয় চন্দ্র বর্মন জানিয়েছেন, জলপাইগুড়ির বাড়িতেই অসুস্থ্য হয়ে পরেন ডঃ আব্দুর রেজ্জাক এর পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন, এই শিক্ষাবিদের।
