






চেল নদীর সেতু নিয়েও তিনি জানান, চেল নদী বার বার গতি পরিবর্তন করছে। সেটা এক সমস্যা। সেতু নির্মাণে ২৫০ থেকে ৩০০ কোটি টাকা লাগবে।
এদিন এই কর্মীসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালের বিধায়ক বুলু চিকবরাইক, ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানি প্রমুখ। 









