



#ইসলামপুর: নাট্য চর্চার চল্লিশ বছর এবং নাট্য নির্দেশনার দুই দশক অতিক্রান্ত নাট্য নির্দেশক উত্তম সরকারকে সংবর্ধনা জানালো অগ্নিশিখা নাট্য সংস্থার সদস্যরা।রবিবার ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ভবনে সংস্থার বার্ষিক সাধারণ সভায় ছিল এই সংবর্ধনা পর্ব।এছাড়াও এদিন দীর্ঘদিন ধরে সুদক্ষ ভাবে নাট্য চর্চার জন্য বিশ্বজিৎ রায় ও জ্যোতির্ময় সরকারকে সম্মাননা জানানো হয়।
সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী এই সম্মান তুলে দেন তাদের।উল্লেখ্য, এদিন সুশান্ত নন্দীকে সম্পাদক ও সঞ্জয় দত্তকে সভাপতি রেখে মোট এগারো জনের কার্যকরী কমিটি গঠন করা হয়।জেলার নাট্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামীর জন্য একাধিক কর্মসূচি গৃহিত হয়। সংস্থার সভাপতি সঞ্জয় দত্ত জানান, আগামীতে নাট্যচর্চাকে প্রসারিত করতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
