



#মালবাজারঃ ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হলো চাবাগানের একটি গাছে। এনিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মঙ্গলবার সকালে মেটেলি ব্লকের বড়োদিঘী চা বাগানের ভাউয়া লাইন শ্রমিক বস্তির একটি গাছে ওই ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় জনগণ।বাড়ির পাশেই ওই গাছটি ছিল।
খবর দেওয়া হয় মেটেলি থানায়।সকালে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।জানা যায়,মৃত ব্যক্তির নাম মাংরা ওঁরাও(৪৩)।মেটেলি থানা সূত্রে জানা যায়,দেহ এদিনেই ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
