



#ইসলামপুর: তপশিলি সংগ্রাম যাত্রা শুরু হলো চোপড়ার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত থেকে। আট অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে সচেতন করা হবে। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন জানান।
রাজ্য সরকারের তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যে প্রকল্প গুলো রয়েছে সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা যেমন খতিয়ে দেখা হবে তেমনি স্থানীয় মানুষজন এর অভাব অভিযোগ শোনা হবে। এলাকার বিধায়ক হামিদুল রহমানের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে তাদের এই কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে।
