



#ইসলামপুর: পথশ্রী অভিযান প্রকল্পের রাস্তার শিল্যানাস করা হল বুধবার চোপড়ায়।এদিন চোপড়া ব্লকের চোপড়া গ্রাম পঞ্চায়েতের ভোজপুরানী গছে নরেশ পালের বাড়ি থেকে রতন রায়ের বাড়ি পর্যন্ত ৬৬মিটার রাস্তার শিল্যান্যাস করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে এই রাস্তাটির শিল্যান্যাস করা হয়।
উপস্থিত ছিলেন, চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান করণ মার্ডি, গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক হাসান কামাল রানা,পঞ্চায়েত সচিব বিনয় কৃষ্ণ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের চোপড়া অঞ্চল সভাপতি তনয় কুন্ডু, অসীম মুখার্জী, মহম্মদ হানিফ, দেবাশীষ দত্ত, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ওয়াসিম রেজা প্রমুখ।
চোপড়া গ্রাম পঞ্চায়েত সঞ্চালক হাসান কামাল রানা জানান, পথশ্রী অভিযান প্রকল্পে চোপড়া গ্রাম পঞ্চায়েতে চারটি রাস্তা নির্মান হচ্ছে। তার মধ্যে বুধবার দ্বিতীয় রাস্তাটির শিল্যানাস করা হল। রাস্তা পেয়ে খুশি গ্রাম বাসীরা।
