



#মালবাজারঃ ২১ দফা দাবী নিয়ে বুধবার পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মাল এলাকার কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে এক স্মারক লিপি পাঠানো হলো। এদিন মালবাজার শহরে অঙ্গনওয়াড়ি দপ্তরে মালতি কুদু, ববি কর সহ মাল এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা মাল ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের সাথে দেখা করে তার হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারক লিপি তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে যেসব দাবী তুলে ধরা হয় তার মধ্য উল্লেখ যোগ্য ছিলো, অন্যান্য রাজ্যের মতো উন্নত অনারিয়াম হিসাবে কর্মীদের ১৮০০০ টাকা ও সহায়িকাদের ১২০০০ টাকা বেতন করতে হবে,সুপারভাইজার পদে ৭৫ শতাংশ যোগ্য কর্মীদের নিয়োগ করতে হবে, মাধ্যমিক পাস সহায়িকাদের ৫০শতাংশ কর্মীপদে উন্নিত করেতে হবে,প্রতি বছর ২০০ টাকা করে ইনক্রিমেন্ট দিতে হবে, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নত করতে হবে সহ ২১ দফা দাবী।
কর্মী ও সহায়িকারা জানান, আমরা শিশু বিকাশ সহ বিভিন্ন কাজের সাথে যুক্ত। আমাদের কিছু দাবি আছে। আজ আমরা আমাদের ২১ দফা দাবীর স্মারক লিপি সিডিপিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠালাম। মন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্যদেরও কপি পাঠানো হয়েছে। স্মারক লিপির কপি বিষয় উপর মহলে পাঠানো হবে বলে মালের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়।
