News Britant

কোভ্যাক্সিনের চূড়ান্ত ট্রায়াল আজ থেকে, স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এলেন খোদ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ বৃত্তান্তঃ এখনও করোনার ভ্যাকসিন তৈরি হয়নি। চূড়ান্ত অবস্থায় রয়েছে ভ্যাক্সিনগুলো।এদিকে আজ থেকে শুরু হচ্ছে কোভ্যাক্সিনের চূড়ান্ত ট্রায়ালের কাজ। এমন সময় স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী  অনিল ভিজ। গতকাল তিনি একটি ট্যুইট করেন। ট্যুইটে তিনি লেখেন, “আগামীকাল আমার শরীরে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের টিকা দেওয়া হবে।

আম্বালা ক্যান্টনমেন্টর সিভিল হাসপাতালে পিজিআই রোহতক ও  স্বাস্থ্য বিভাগের বিশেষ দল মিলে আগামীকাল ১১ টায় এই টিকা দেবেন। আমি স্বেচ্ছাসেবক হিসেবে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের জন্য প্রথম নাম নথিভুক্ত করিয়েছি।” কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে মোট ২৫,৮০০ স্বেচ্ছাসেবকের উপর এই ট্রায়াল দেওয়া হবে।

News Britant
Author: News Britant

Leave a Comment