



#মালবাজার: বৃহস্পতিবার অঙ্গনওয়ারী কর্মীদের সাম্মানিক বৃদ্ধি সহ ৫ দফা দাবির ভিত্তিতে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের বিভিন্ন অঙ্গনওয়ারী কর্মিরা গরুবাথান বিডিও অফিসে ডেপুটেশন দিলো। এদিন ব্লকের বিভিন্ন অঙ্গনওয়ারী কর্মি ও সহায়িকারা প্রথমে গরুবাথানের এক টি অঙ্গনওয়ারী সেন্টারে এসে মিলিত হয়।
এরপর তাদের দাবি নিয়ে গরুবাথান বাজার সহ বিভিন্ন এলাকায় পদ যাত্রা করেন। শেষে গরুবাথান বিডিও অফিসের সামনে বসে পরেন কর্মিরা। এরপর অঙ্গনওয়ারী কর্মিদের একটি দল বিডিও কে তাদের সমস্যার কথা বলেন এবং ডেপুটেশন জমা দেন। অঙ্গনওয়ারী কর্মিদের দাবি, সিভিক, আশা কর্মিদের যখন বেতন বারছে, তখন তাদের বেতন বাড়ছে না। করোনা মহামাড়ির সময়ও তারা ঠিকঠাক পরিসেবা দিয়ে এসেছেন।
তাদের চাকরির শেষ কালে কোন গ্রাচুয়িটির ব্যবস্থা নেই। এছারা আরো বিভিন্ন দাবি নিয়ে আজ তারা বিডিও অফিসে এই স্বারক লিপি দেন। গরুবাথানের বিডিও বিশ্বরঞ্জন চক্রবর্ত্তী বলেন, আমি ওনাদের অভাব অভিযোগ শুনেছি, ডেপুটেশন গ্রহন করেছি। সমস্ত বিষয় ওপর মহলে জানাব।
