News Britant

আগামীকাল থেকেই ট্রেনের আসন সংরক্ষণে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে ট্রেনের আসন সংরক্ষণ প্রক্রিয়ায় বেশকিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেল সূত্রে জানাগিয়েছে, ১০ ই অক্টোবর থেকে ট্রেনের আসন সংরক্ষণের দ্বিতীয় চার্ট ট্রেন ছাড়ার দুই ঘন্টার পরিবর্তে ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে প্রকাশ করা হবে।

ভারতীয় রেলওয়ের তরফে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলকে দেওয়া বিবৃতি অনুযায়ী জানাগিয়েছে, Covid-19 অতিমারীর সূচনা হওয়ার আগে আসন সংরক্ষণের প্রথম তালিকা ট্রেন ছাড়ার কমপক্ষে চার ঘণ্টা আগে প্রকাশ করা হত। এর পিছনে মূল কারণ ছিল, অসংরক্ষিত অতিরিক্ত আসন অনলাইনে আগে এলে আগে পাওয়ার ব্যবস্থা করা যা দ্বিতীয় চার্টে প্রকাশ করা হত।

রেলের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ‘রেলযাত্রীদের সুবিধায় বিভাগীয় রেলের অনুরোধ বিবেচনা করে ঠিক হয়েছে যে, ১০ অক্টোবর থেকে রেলে আসন সংরক্ষণের দ্বিতীয় চার্ট ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে প্রকাশ করা হবে। এই ব্যবস্থায় অনলাইন ও পিআরএস কাউন্টারের মাধ্যমে দ্বিতীয় চার্ট প্রকাশের আগে আসন সংরক্ষণ করা যাবে।

এই প্রক্রিয়া চালু করার জন্য সিআরআইএস সফ্টওয়্যারে পরিবর্তন ঘটানো হচ্ছে।’ প্রসঙ্গত, কোভিড অতিমারীর জেরে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে যাত্রী পরিবহণ পরিষেবা সাময়িক স্থগিত রেখেছিল ভারতীয় রেল। এর পরে ১ মে থেকে রেলের শ্রেণিভুক্ত সীমিত পরিষেবা ফের চালু হয়।

News Britant
Author: News Britant

Leave a Comment