



#রায়গঞ্জঃ রায়গঞ্জ কো-অপারেটিভ ব্যাঙ্ককে দুর্নীতিমুক্ত, অবৈধ বদলি ও অতি সত্ত্বর নির্বাচনের দাবি জানিয়ে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি। এদিন বিজেপির এই বিক্ষোভকে সামাল দিতে ব্যাঙ্কের সামনে বিশাল পুলিশবাহিনীও মোতায়েন করা হয়। বিজেপির উত্তর দিনাজপুর জেলার দপ্তর সম্পাদক বরুণ ভট্টাচার্য জানান, রায়গঞ্জ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদের মেয়াদ শেষ তাই সেই পদে প্রশাসক বসানো যাবে না।
অস্থায়ী প্রশাসক বসিয়ে ডিসেম্বরের মধ্যে ভোট করাতে এবং যেকদিন প্রশাসক থাকবে সেইকদিন সাংসদের একজন সদস্য রাখতে হবে। এছাড়াও অবৈধ ভাবে যাদের বদলি করা হয়েছে পুনরায় তাদের ফিরিয়ে আগের শাখায় ফিরিয়ে আনতে হবে।
আর যদি ডিসেম্বরের মধ্যে ভোট যদি না হয় বিজেপি জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে। এদিন প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছিলো। ডেপুটেশন দিতে বিজেপির তরফ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল ভেতরে যান।
