



#ইসলামপুর: কংক্রিটের রাস্তা তৈরির মাধ্যমে ধারাবাহিক ভাবে চলছে গ্রামোন্নয়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকার বিকাশের বার্তা দিচ্ছেন এভাবেই। শনিবার ইসলামপুর ব্লক এর পন্ডিতপোতা দুই গ্রাম পঞ্চায়েতের ধুলাইবস্তি এলাকায় পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার শুভ সূচনা করতে এসে এমনই জানান ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
তিনি বলেন, ওই এলাকায় পাঁচশো মিটার রাস্তার কাজ শুরু হচ্ছে। কাজ যাতে খুব তাড়াতাড়ি শেষ হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে ইসলামপুর ব্লক এর গাইসাল এক, গাইসাল দুই এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজন পথশ্রী প্রকল্পের কোন সুবিধা পায়নি বলে অভিযোগ উঠেছে।
বিধায়ক বলেন, এই কাজ এর বরাদ্দ হচ্ছে পঞ্চায়েত ভবন থেকে। সংশ্লিষ্ট বিষয়ে বিডিও কে বলা হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ নেবার জন্য। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাদ বাণুর প্রতিনিধি জাভেদ আখতার, সমাজকর্মী কামাল উদ্দিন প্রমূখ।
