



#নিউজ বৃত্তান্তঃ তিন তলায় ফ্ল্যাটে থাকতেন ইন্দ্রজিৎ বাবু, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে। রাতে তাঁর মেয়ে ও বৌ পাড়ার দোকানে যাওয়ার এক ঘন্টা পরে এসে দেখে নিজের ফ্ল্যাটে সিঁড়ির রেলিং-এ ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিৎকার চেচাঁমেচি করলে প্রতিবেশীরা ছুটে আসে।
তাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলা হয়। পরিবারের লোকের দাবি তাকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছে। কারণ ২০১৭ সালে একটি দুর্ঘটনা হওয়ার পরে সে ভালো করে হাঁটতে পারত না। তাই তাঁর পক্ষে সুইসাইড করা সম্ভব নয় বলে দাবি পরিবারের। ঘটনার তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ।
