News Britant

৪ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার সহ গ্রেফতার ৩

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শনিবার নাগরাকাটা থানার পুলিশ বাতাবাড়ি মোর এলাকায় প্রায় সারে চার কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় তিনজনকে। রবিবার মালবাজার শহরে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা এক সাংবাদিক সম্মেলন করে জানান, আমাদের কাছে খবর ছিল, আসাম থেকে একটি গাড়ি আসছে।

পুলিশ গাড়িটি থামিয়ে সার্চ করে। গাড়ির মধ্যে থেকে ৫০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার আনুমানিক বাজার দর প্রায় সারে চার কোটি টাকা। গাড়ির মধ্যে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিন জনের নাম সন্তোষ গজাপে, কৃস্না মজুমদার ও মনতোষ বিশ্বাস। সন্তোষ গজাপের বাড়ি মহারাষ্ট্রের মুম্বাইতে। বাকি দুজনের বাড়ি আসামে।

তদন্তের প্রয়োজনে এই তিনজনকে আদালতে তুলে ১৪ দিনের রিমান্ডে আনা হবে। এদের পিছনে কোন বড় চক্র আছে কিনা তার খোঁজ করা হবে। প্রসংগত উল্লেখ্য, নাগরাকাটা থানার পুলিশ এর আগে অভিযান চালিয়ে গাঁজা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। শনিবারের অভিযান অন্যতম বড় সাফল্য বলে বিভিন্ন মহল থেকে বলা হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে, এরকম অভিযান নিয়মিত চলবে।

News Britant
Author: News Britant

Leave a Comment