News Britant

রায়গঞ্জে এক গৃহবধূর গায়ে আগুন লেগে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ রায়গঞ্জের সোহারই মোড়ে এক গৃহবধূর গায়ে আগুন লেগে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।মৃতা ঐ গৃহবধূর নাম সাবিত্রী রায় বর্মন,বয়স ২২ বছর।গতকাল রাতে ঐ গৃহবধূর শ্বশুড় বাড়ি রায়গঞ্জে সোহারই মোড়ে  এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ঐ ঘটনায় মৃতার স্বামী রবীন বর্মন জানান,”আমি কর্মসূত্রে রায়গঞ্জের রূপাহারে ছিলাম।আমাদের মধ্যে গতকাল রাত ৮ টা নাগাদ ফোনে কথা হচ্ছিলো সেই সময় দু-এক কথা হতেই আমার স্ত্রী আমাকে আত্মহত্যা করার হুমকি দেয়, তখনই আমি রূপাহার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মাঝরাস্তায় ভিডিও কল করে আমাকে কেরোসিন তেল ঢালার ভিডিও দেখায় তখন আমি কল কেটে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতেই গায়ে আগুন লাগিয়ে দেয় আমার স্ত্রী।আমি বাঁচানোর চেষ্টা করি।তারপর রায়গঞ্জ হাসপাতালে নিয়ে এলে রেফার করা হয়।এরপর উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় আমার স্ত্রীর।”

এই ঘটনায় যদিও মেয়ের বাবা পবন রায় খুনের অভিযোগ তুলেছেন।তিনি জানান,”হঠাৎ কেন এভাবে আমার মেয়ে গায়ে আগুন দিতে যাবে!আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে।আমি এই ঘটনার সঠিক তদন্ত চাই।” যদিও এই ঘটনায় মেয়ের বাড়ির পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ জানানো হয়নি।কোনো পারিবারিক অশান্তিও ছিলো না বলে জানিয়েছে মেয়ের বাবা।মৃতার ৪ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।ঘটনায় তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

News Britant
Author: News Britant

Leave a Comment