



#মালবাজারঃ মাল পৌর বোর্ডের প্রশাসক স্বপন সাহার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির টাউন মন্ডলের পক্ষ থেকে ঘটনা অস্বীকার করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টা নাগাদ। উভয় পক্ষ গভীর রাত পর্যন্ত থানার সামনে ছিল।
মাল টাউন তৃণমূল কংগ্রেসের সম্পাদক অমিত দে অভিযোগ করে জানান, শনিবার রাত ৯ টা নাগাদ কংগ্রেস অফিসের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কিছু মানুষের অভিযোগ শুনে রাস্তার কাজের পরিদর্শনে যান। সেই সময় কিছু বিজেপি কর্মী অন্ধকারে উদ্দেশ্য প্রনদিত ভাবে চাকু ভোজালি নিয়ে হামলা চালায়। স্বপন বাবুর হাতের আংটি, গলার চেন ছিনতাই করে।
এই ঘটনা শুনে আমাদের কর্মীরা অশান্ত হয়ে সবাই থানার সামনে হাজির হয়। আমরা শান্ত রেখেছি। পুলিশ ইতিমধ্যে ১ জনকে আটক করেছে। আমরা থানায় অভিযোগ করেছি। আমরা চাই বাকিদের গ্রেপ্তার করুক। পাল্টা অভিযোগ অস্বীকার করে বিজেপির টাউন মন্ডল সভাপতি দেবাশীষ পাল বলেন, আমাদের দলের শক্তি প্রমুখ প্রদীপ পন্ডিতের দোকানে গিয়ে রাত ৯ টার সময় পৌর বোর্ডের প্রশাসক দলবল নিয়ে হামলা চালায়।
এটা তৃণমূলের অত্যাচার। তার পরিবারকে মারধর করে। আমরাও থানায় অভিযোগ জানাব। মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী জানান, এখনো অভিযোগ জমা হয়নি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
