



#ইসলামপুর: মহিলা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে এই সংকটের আবহেও অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট। রবিবার উত্তর দিনাজপুর ও দার্জিলিং এই দুই জেলার ইসলামপুরের পাশে আছি,নকশালবাড়ির তরাই একাডেমি, নন্দঝাড় ছাত্র সমাজ এবং মতুয়া ফুটবল টিম এই চারটি দলকে নিয়ে চলে এই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের আয়োজক মতুয়া মহাসঙ্ঘের নন্দঝাড়, কাঁচনা এবং কালনাগিন শাখা। রবিবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জলপাইগুড়ি থেকে আসা সমাজকর্মী ভারতরত্ন করিমুল হকn(বাইক অ্যাম্বুলেন্স)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুরের সমাজকর্মী স্বরূপানন্দ বৈদ্য, কিরণ চন্দ্র, গিরিন চৌধুরী প্রমূখ।
নন্দঝাড় ছাত্রসমাজ সংস্থার সম্পাদক চন্দন পাল বলেন, মহিলা ফুটবল খেলোয়াড়দের উৎসাহ দিতেই চারটি টিমকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। টুর্ণামেন্টে বিজয়ী হয় নন্দঝাড় ছাত্র সমাজ। বিজয়ী টিমের হাতে দশরথ বৈদ্য স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ মতুয়া ফুটবল টিমের হাতে হরিদাসী বৈদ্য স্মৃতি রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়।
