



#কলকাতাঃ রাজ্য আগামী বছর বিধানসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ততই তৃণমূল কংগ্রেস হিংসাত্মক হয়ে উঠছে। রবিবার ভিডিও বার্তায় এমনই মন্তব্য করলেন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি আরও বলেছেন, রাজ্যে বিজেপি কর্মীদের ওপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিজেপি কর্মীদের খুন করে ভারতীয় জনতা পার্টিকে কখনই আটকানো যাবে না।
