



#কলকাতাঃ লকডাউনে এখন তালা আলিপুর চিড়িয়াখানায়। মন খারাপ কচিকাঁচাদের। তাই তাদের মন ভালো করতে এবার অভিনব পদ্ধতির আশ্রয় নিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপাতত দিনে দুবার করে চিড়িয়াখানা থেকে সরাসরি দেখা যাবে কী করছে বাঘ, সিংহ, হাতি, গন্ডাররা। বিভিন্ন এনক্লোজারে লাগানো ক্যামেরা থেকে সরাসরি ভিডিও আপলোড করা হবে ফেসবুকে।
বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ এই প্রকল্পের উদ্বোধন করে বলেন, সকাল ন’টা থেকে দশটা আর বিকেল তিনটে থেকে চারটের সময় ফেসবুকে দেখা যাবে এই ভিডিও। শুধু আলিপুর চিড়িয়াখানা থেকেই নয় লাইভ দেখা যাবে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জুলজিক্যাল গার্ডেনের ফেসবুক থেকেও।
