



#ইসলামপুর: গোয়াল পোখর এক ব্লকের খাগর গ্রাম পঞ্চায়েতের নিমতলা জুনিয়র হাই স্কুলে তপশিলি জাতি ও উপজাতি সেলের একটি কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী। রবিবার আয়োজক সংস্থার কর্মকর্তা বিমল কুমার বিশ্বাসের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দেন প্রায় আট শতাধিক কর্মী, সমর্থক।
দলীয় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েই তাদের এই দলবদল বলে জানান তারা। মন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের মুহূর্তে এই দলবদলের জেরে তাদের দল আরও শক্তিশালী হলো ওই এলাকায়।এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম রসুল, মাজার আলম প্রমুখ।
