News Britant

Thursday, August 11, 2022

বাবার স্মৃতিতে দুঃস্থদের খাবার বিতরণ

Listen

#ইসলামপুর: বাবার স্মৃতিতে ভবঘুরেদের পাশাপাশি আদিবাসী মহল্লার দুঃস্থ ও খুদে পড়ুয়া কিশোরীদের পেট ভরে খাবার খাওয়ালে সমাজকর্মী স্বরূপানন্দ বৈদ্য। তার বাবা দশরথ বৈদ্য  গত হয়েছেন বহু বছর। কিন্তু প্রতিবছর এই বিশেষ দিন বস্ত্রদান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি নেন তিনি।

এবারও তার ব্যতিক্রম হয়নি। রবিবার স্থানীয় বাস টার্মিনাসে এবং মিলনপল্লী আদিবাসী ময়দানে ছিল এই বিশেষ কর্মসূচি। পাশাপাশি সম্প্রতি কোচবিহারে বানভাসিদের জন্য ছিল বাবার স্মৃতিতে একদিনের খাবারের ব্যবস্থা।

 

News Britant
Author: News Britant

Leave a Comment