News Britant

Wednesday, August 17, 2022

অনুর্ধ ১৬ ফুটবল প্রতিভা অন্বেষণের খেলায় জমে উঠল রায়গঞ্জ স্টেডিয়াম

Listen

#রায়গঞ্জঃ সোমবার বিকেলে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল জেলার অনুর্ধ ১৬ ফুটবল প্রতিভা অন্বেষণের জন্য এক ফুটবল টুর্নামেন্ট। জেলার ১০টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে বলে জানা গেছে। জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বাস জানান, এদিনের প্রথম খেলায় জয়ী হয় কালিয়াগঞ্জ কলেজ মাঠ।

তারা নন্দঝাড় ছাত্রসমাজকে ১-০ গোলে পরাজিত করে। আত্মঘাতী গোলদাতা অনিল টুডু। দ্বিতীয় খেলায় জয় লাভ করে নন্দঝাড় সবুজ সংঘ। তারা ৭-০ গোলে পরাজিত করে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমিকে। গোলদাতারা হলেন কৃষ্ণা মূর্মূ (৩), পার্থ মন্ডল (২), যোশেফ হেমব্রোম (২)।

News Britant
Author: News Britant

Leave a Comment