



#নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শুক্রবার শেষ পাওয়া খবর অনু্যায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। উল্লেখ্য, শুক্রবার সাড়ে ৫টা নাগাদ আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে যায়। এরপরই আচমকা হড়পা বান নেমে আসে।
হড়পা বানে অন্তত ২৫টি তাঁবু ভেসে গিয়েছে বলে জানাগিয়েছে। ১৫ জন দর্শনার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও জখম শতাধিক। জখমদের এয়ারলিফ্ট করে শ্রীনগরে ও অনন্তনাগে নিয়ে যাওয়া হয়েছে। সুরক্ষা বাহিনী দ্রুত উদ্ধারে নেমে পড়ে।
তবে স্থানীয় সূত্রে খবর আপাতত এলাকায় বৃষ্টির পরিমান কিছুটা কম। এখনো বহু পূণ্যার্থীর খোঁজ পাওয়া যায়নি। জলের স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে পূণ্যার্থীদের তাঁবু। পুলিশ সহ উদ্ধারকারী টিম ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক আইটিবিপি আধিকারিক জানিয়েছেন, আপাতত সাময়িক স্থগিত করা হচ্ছে অমরনাথ যাত্রা। এলাকা জলে ডুবে গিয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে।
