News Britant

Saturday, September 24, 2022

করোনা আবহেই শুরু হল দুর্গা পুজোর প্রস্তুতি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতাঃ কলকাতা মানেই দুর্গা পুজো বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব বলে পরিচিত। যদিও তেমন ভাবে এই বছর সাড়ম্বরে কলকাতা জুড়ে দেখা যাবে না দূর্গা পূজার আয়োজন। কারণ করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষ যেমন ঘরবন্দি হয়েছেন, তেমনিও দুর্গাপূজা উদ্যোক্তারা কমিয়েছে পুজোর বাজেট। শনিবার ঠাকুর পুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি স্বাধীনতা দিবসের দিনে তাদের খুঁটি পুজো সেড়ে ফেললেন।

এদিন ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সঞ্জয় মজুমদার সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন, স্বাধীনতার পতাকা উড়বে আকাশে পুজোর গন্ধ বাতাসে এই বছরের দূর্গা পূজার এমনই ভাবনা নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক।

News Britant
Author: News Britant

Leave a Comment