



#রায়গঞ্জঃ সোমবার বিকেলে শুরু হল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ১০টি ক্লাব অংশ নেবে। এদিন খেলা দেখতে রায়গঞ্জ স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল ক্রীড়া প্রেমী বহু মানুষ।
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, প্রতি বছরই আমরা জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আন্তঃ ক্লাব ফুটবল টুর্নামেন্ট করে থাকি। এবছর মোট ১০ টি ক্লাবের মধ্যে লিগের খেলা অনুষ্ঠিত হবে। এদিনের প্রথম দিনের খেলায় পরস্পর মুখোমুখি হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং বীরনগর স্পোর্টিং এসোসিয়েশন।
এই খেলায় ৩-১ গোলে জয় পায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পক্ষে ৩টি গোল করেন শিশু পাগন, রাকেশ মূর্মূ, অজয় সূত্রধর, অপরদিকে বীরনগরের হয়ে একমাত্র গোলটি করেন মহঃ সাইপুর রহমান। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন অঙ্কিত টিখাত্রি।
