



#রায়গঞ্জঃ কোলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত ৪ঠা অগাস্ট থেকে শুরু হয়েছে রাজ্য স্তরের অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৮ বছর বয়সীদের নিয়ে স্টেট এ্যাথেলেটিক্স মিট। এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও দৌড়ে সোনা আনল উত্তর দিনাজপুর।
জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, এদিন অনুর্ধ ১৮ বিভাগে ২০০ মিটার দৌড়ে সোনা জিতল আলমাস কবির। কবিরের সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়েছে জেলা ক্রীড়া মোদীদের মধ্যে। উল্লেখ্য, গতকাল ২ হাজার মিটার দৌড়েও সোনা জিতেছিল ইরফান আলী।
