



#রায়গঞ্জঃ দীর্ঘ লকডাউনে কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন রায়গঞ্জের দক্ষিণ কসবার বাসিন্দা জয়ন্ত দেবশর্মা(৩০)। শুক্রবার খুব ভোরে নিজের ঘরেই হাঁসুয়া চালিয়ে আত্মঘাতী হলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, করোনা আবহে দীর্ঘ দিন ধরে কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন নিখিল দেবশর্মার ছেলে জয়ন্ত দেবশর্মা। শুক্রবার ভোরে ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন প্রতিবেশীরা। তাদের দাবি, জয়ন্ত দেবশর্মা নিজেই নিজের গলায় হাঁসুয়া চালিয়ে আত্মঘাতী হয়েছে।
