



#রায়গঞ্জঃ শনিবার দুপুরে রায়গঞ্জে আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের গাইড শিক্ষকদের জেলা কর্মশালা। জেলা সমন্বয়ক সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের রায়গঞ্জের রমেন্দ্রপল্লীতে অবস্থিত সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


জেলা সমন্বয়ক শুভঙ্কর সমাজদার বলেন, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আর্থিক আনুকুল্যে এই ৩০তম শিশু বিজ্ঞান কংগ্রেসের মুখ্য বিষয় হল স্বাস্থ্য ও কল্যানমুখী জীবনচর্চার জন্য বাস্তুতন্ত্রকে সঠিকভাবে জানা ও বোঝা।


অগাস্ট মাসের শেষে শিশু বিজ্ঞানীদের নিয়ে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. পীযুষ দাস, সম্পাদক অপর্ণা চক্রবর্তী সহ অন্যান্যরা।







