




#ইসলামপুর: আঞ্জুমান হাইদেরির শোক দিবস ইসলামপুরে। মহরমের দুই দিন আগে ইসলামপুর শহরের রাজপথ জুড়ে এ ধরনের শোক মিছিল পরিক্রমা করল গোটা শহর। অন্যান্য বছরের মতন এবছরও এই মিছিল কে কেন্দ্র করে ছিল যথেষ্ট উদ্দীপনা।


কড়া পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে ধীরে ধীরে ইসলাম ধর্মাবলম্বী ইরানি সম্প্রদায়ের মানুষজন এই মিছিলে বুক চাপড়ে তাদের শোকের অনুভব ব্যক্ত করেন। এই বিশেষ দিনটিতে মনের ভেতর থেকে উঠে আসা দুঃখের অনুভূতিকে এভাবেই ফি বছর রাস্তায় নেমে প্রকাশ করেন তারা। এদিন পুরুষদের পাশাপাশি শামিল হয়েছিলেন মিছিলে মহিলারাও।









