News Britant

Tuesday, September 27, 2022

পড়ুয়াদের প্রতিভার অন্বেষণে বিশেষ অনুষ্ঠান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: অবুঝ সবুজ আবৃত্তি শিক্ষায়তনের ঘরোয়া সাংস্কৃতিক আসরকে ঘিরে উদ্দীপনা পড়ুয়াদের মধ্যে। ১৬আগস্ট ইসলামপুর মিডিল স্কুলে এই অনুষ্ঠান ছিল বেশ প্রাণবন্ত। নৃত্য পরিবেশনায় নবনিপা সাহা, দেবাদ্রিজা ভৌমিক ও শ্রেষ্ঠা সেন সবার মনে যেন হিন্দোল তুলে দিয়েছে। 

আবৃত্তি পরিবেশন করে অয়ন মজুমদার, অনুষ্কা কুন্ডু, অনুরূপ কুন্ডু, প্রিয়াংশু দাস, ময়ূখ সাহা, সান্নিধ্য দাস, রাজদীপ দাস, মৃত্যুঞ্জয় দাস ও ইতুরাজ সিনহা, কোয়েল সরকার ও ঐশী সাহার গান সবার ভালো লেগেছে। তবলায় বোল তুলে তাল, লয় ও ছন্দে ভাসে ময়ূখ রায়। মূলত পড়ুয়াদের প্রতিভার অন্বেষণে এই অনুষ্ঠান বলে জানান সংস্থার পক্ষে সুশান্ত নন্দী।

Leave a Comment