



#ইসলামপুর: আন্তর্জাতিক স্তরের নৃত্য প্রতিযোগীতায় অনন্য সন্মান পেল ইসলামপুরের একটি নৃত্য প্রশিক্ষন কেন্দ্রের ছাত্রীরা। কেন্দ্রের প্রশিক্ষক দেবশ্রী সাহা জানান, গত ২১শে অগাস্ট ওড়িশা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত হয়েছিল এই নৃত্য প্রতিযোগীতা।
সামাজিক মাধ্যমে যোগাযোগের পর সেখানে নাম নথিভুক্ত করান দেবশ্রী দেবী। অনলাইন অফলাইন ২ মাধ্যমেই প্রতিযোগীরা অংশ নেয়। ইসলামপুরের এই নৃত্য প্রশিক্ষন কেন্দ্র থেকে প্রশিক্ষক ছাড়াও ৩ জন প্রতিযোগী অংশ নেয়। তারা হল রুপকথা নন্দী, ইশানভি সাহা দাস ও সমৃদ্ধা দত্ত।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি, গুজরাট, বাংলাদেশ এমনকি অনলাইনে সুদূর আমেরিকা থেকেও শিল্পীরা অংশ নেয়। সেখানে নৃত্যকলা রত্ন সন্মান অর্জন করে ইসলামপুরের এই নৃত্য প্রতিষ্ঠান ওই তিন শিশু শিল্পীরা। সেখানে প্রশিক্ষিকা দেবশ্রী সাহাকেও নৃত্য কলা রত্ন সম্মানের পাশাপাশি গুরু সম্মানে সম্মানিত করা হয়। যাকে ঘিরে খুশী ইসলামপুরের সংস্কৃতি মহল।
