News Britant

বিভিন্ন জেলা থেকে মাছ ধরতে অজস্র মানুষ এলো করণদীঘিতে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের কৃষি দফতরের উদ্যোগে করণদিঘির ঐতিহ্যবাহী কর্ণ রাজার পুকুর ঘাটে টিকিটের বিনিময়ে চালু হলো মাছ ধরা প্রতিযোগিতা। একটি টিকিটে চারটি ছিপ এর নিয়ম ধার্য করা হয়েছে।

গোটা রাজ্যের সাথে ভিন রাজ্যের মানুষ মাছ ধরার জন্য অত্যন্ত খুশি হয়ে আসছেন পুকুরে মাছ ধরতে। যারা মাছ ধরছেন তারা জানাচ্ছেন, তারা অত্যন্ত খুশি। প্রত্যেক বছর এই সময় তারা এই পুকুরে মাছ ধরতে আসেন। কৃষি দপ্তরের আধিকারিক  তনুশ্রী বোস জানান,  ১৫ ই আগস্ট এর দিন থেকে এই নিয়ম চালু হয়েছে।

এই বিষয়ে তিনি অত্যন্ত খুশি। এলাকার মানুষজনের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে যেমন শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, কলকাতা সহ আরো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। মানুষ মাছ ধরার জন্য আসছেন আর টিকিটের মাধ্যমেই এই মাছ ধরা চলছে গোটা পুকুর চত্বরেl করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পালও এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

Leave a Comment