



#ইসলামপুর: নিজের পাটের জমিতে গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জ সংলগ্ন বাংলা বিহার সীমান্তবর্তী ভাতকুন্ডা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সিরাজুদ্দীন।
বয়স ৩২ বছর। তার বাড়ি বাংলা সীমান্তের টিপিঝারি মৌজায়। পরিবারের তরফে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন থেকেই রাতের অন্ধকারে সিরাজুদ্দীনের পাট ক্ষেতের ফসল নষ্ট করছিল দুস্কৃতীরা। সেকারনে গতকাল জমিতে পাহারা দিচ্ছিলেন তিনি। এরপর শনিবার সকালে তার দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। বিহার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিরাজুদ্দীনের পরিবারে মা, স্ত্রী ও ৩ ছেলে মেয়ে রয়েছে। তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারি ব্যক্তি। সুতরাং তার মৃত্যুতে অথৈ জলে পরিবারটি।
