News Britant

Sunday, September 25, 2022

ঘরোয়া সংস্কৃতির আসরে অবুঝ সবুজ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুরঃ ঘরোয়া আসর তথা সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রতিভার অন্বেষণে এগিয়ে এলো ইসলামপুরের অবুঝ সবুজ নামে একটি সংস্থা।শনিবার সকালে আশ্রম পাড়া রূপকথা ভবনে বসেছিল এমনই আসর। সৌম্যদীপ বাগচীর উদ্বোধনী গানে ঘরোয়া অনুষ্ঠান শুরু।

এষা নন্দীর সংগীতে মুখরিত হল একটা সুন্দর সুরেলা সকাল। “আহা কি আনন্দ আকাশে বাতাসে” এই গানে খুব সুন্দর ছিল ঈশিকা নন্দীর পরিবেশনা। “মাঝে মাঝে তব দেখা পাই” রবীন্দ্র গানে স্বতঃস্ফূর্ত ছিল রূপকথা রায়।

দেশাত্মবোধক গান শোনায় অর্ণব পাল, নৃত্য পরিবেশন করে পল্লবী দত্ত, কুহেলি রায়, কণিকা রায় ও রূপকথা নন্দী। আবৃত্তি পরিবেশন করে ছায়াংশু দাস, সৌরাংশু শর্মা, সারা ইরম। ছবি এঁকে নিজেদের সৃজন সবার মাঝে ছড়িয়ে দেয় দীপ কর, তীব্র দাস, অয়ম দাস প্রমুখ।

Leave a Comment