



#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে আয়োজিত হল একটি ড্রাগের অপব্যবহার সম্পর্কিত এক বিশেষ সচেতনতা শিবির। রায়গঞ্জ থানার সহযোগিতায় এদিন রায়গঞ্জের দেবীনগর গয়ালাল রামহরি হাই স্কুলে এই শিবিরে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জেলা জুড়ে স্কুল, কলেজের পড়ুয়াদের মধ্যে ক্রমাগত বাড়ছে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার। এছাড়াও যুব সমাজের ছেলে মেয়েরা আজকাল নানারকমের নেশায় বুঁদ হয়ে থাকছে। এই ক্ষতিকর প্রভাব থেকে স্কুলের পড়ুয়াদের বাঁচাতে এদিন এই বিশেষ সচেতনতা তৈরির শিবির অনুষ্ঠিত হয়।
দেবীনগর গয়ালাল রামহরি হাই স্কুলে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ওই স্কুলের টিআইসি চিরঞ্জীব সরকার, জেলা সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক মুক্তা মজুমদার, রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন সহ একাধিক আধিকারিকেরা।
এদিনের শিবির নিয়ে স্বেচ্ছাসেবী প্রসেনজিৎ সেন জানান, এদিনের শিবিরে প্রায় ৭০জন পড়ুয়া, স্কুলের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। আগামী দিনে জেলার প্রতিটি স্কুলে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
