



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের যান যন্ত্রণা নিরসনে আশার কথা শোনালেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। শনিবার রায়গঞ্জ রেলস্টেশনে নবনির্মীয়মান রেক পয়েন্টের কাজ খতিয়ে দেখতে এসে এমনই মন্তব্য করলেন তিনি। রেলদপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকের এমন মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়গঞ্জের বাসিন্দারা।
শনিবার দুপুরে রায়গঞ্জে এসে পৌছান কাটিহারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী। তিনি জানান, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার সহ বিভিন্ন এলাকার ছোট,বড় বিভিন্ন রকম ব্যবসায়ীর সাথে প্রতিবেশী রাজ্য বিহার তথা দূরদূরান্তের বিভিন্ন রাজ্যের যোগাযোগ মাধ্যম একমাত্র রায়গঞ্জ রেলওয়ে স্টেশন।
অথচ রেক পয়েন্ট না থাকায় ব্যবসায়ীদের নানা ধরনের সমস্যা হচ্ছে। তাই ১৫ দিনের মধ্যে রেক পয়েন্ট চালু হবে। যদিও ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু বলেন, অফিসিয়ালী ওই রেক পয়েন্ট চালু হয়ে গেলেও এখনও রাস্তা সহ পরিকাঠামো তৈরি হয়নি। আমরা চাই, খুব শিগগিরই রেক পয়েন্ট চালু হোক।
পাশাপাশি, এদিন শুভেন্দু বাবু জানান, ১ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলে রেলের নিজস্ব ফান্ড ব্যবহার করে ফ্লাইওভার তৈরি করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা সেটাকে ব্যবহার করতে চাই। খুব শিগগিরই রায়গঞ্জে রেল লাইনের ওপরে ফ্লাইওভার তৈরি করার প্রস্তাব দেওয়া হবে। এদিন ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী জেলার ব্যবসায়ীদের সাথে মিলিত হন।
