News Britant

চিলৌনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো জিতি ফুটবল অ্যাসোসিয়েশন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: ডুয়ার্সের মেটেলি ব্লকের চিলৌনি চাবাগানের ভাদু খেল  ময়দানে  ত্রিবেণী সংঘ আয়োজিত প্রেম প্রধান স্মৃতি উইনার্স ও দেওরাজ প্রধান স্মৃতি রানার্স ফুটবল প্রতিযোগিতার ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পুর্ন খেলায় জিতি ফুটবল অ্যাসোসিয়েশন ৪-২ গোলে ঝালং ব্রাদার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো।

গত ৩১ জুলাই এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। টানা ১ মাস বিভিন্ন রাউন্ডের খেলার পর আজ ফাইনাল অনুষ্ঠিত হয়। ডুয়ার্সের বিভিন্ন এলাকার ২৩ টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন ফাইনাল খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসি নিলাম সঞ্জীব কুজুর, চাবাগানের ম্যানেজার সমীর গুপ্তা, বিশিষ্ট সমাজসেবী নির্মলা দেয়ালি, অনন্ত প্রধান সহ অন্যান্যরা।

এদিন খেলার শেষে বিজয়ী দলকে ট্রফি ও নগদ ২০ হাজার ও বিজেতা দলকে ট্রফি ও নগদ ১৭ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও বেস্ট গোলরক্ষক, ম্যান অফ দি ম্যাচ সহ অন্যান্য পুরস্কার দেওয়া হয়। ফাইনাল খেলার আসরে বিশিষ্ট ব্যাক্তিত্ব মোনি মুখিয়া ও গোকুল দর্জিকে ত্রিবেণী সংঘের পক্ষ থেকে সন্মানিত করা হয়।

Leave a Comment