News Britant

Saturday, September 24, 2022

প্রহরার একঘেয়েমি ছেড়ে ভলিবলে হাত সীমান্ত রক্ষীদের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: উওর দিনাজপুর জেলা করণদিঘী থানার অন্তর্গত কাদেরগঞ্জ বিএসএফ ৭২ নং ব্যটেলিয়ান উদ্যোগে ন্যাশনাল স্পোর্টস ডে পালন। এদিন ৭২ নং ব্যটেলিয়ান কাদেরগঞ্জ বিএসএফ মাঠে ভলিবল খেলার আয়োজন করা হয়। ভলি বল খেলায় অংশগ্রহণ করেন বিএসএফ  সেনা জওয়ান ও রায়গঞ্জ দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা।

বিএসএফ এর এক জওয়ান জানান, ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে আজ এই খেলার আয়োজন খুব ভালো লাগছে, আজকের এই ভলিবল খেলার মধ্যে দিয়ে বর্ডার এলাকার যুবকদের খেলার উৎসাহ বাড়াবে।উপস্থিত ছিলেন বিএসএফ এড উচ্চ পদস্থ আধিকারিকরা।

Leave a Comment