



#ইসলামপুর: বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। এবারে বলভদ্রের আরাধনায় মাতল ইসলামপুরবাসী। জানা যায় গত ২৮শে অগাষ্ট থেকে ইসলামপুর পৌরসভার বালাজি ভবনে শুরু হয় বলভদ্রের পূজার অনুষ্ঠান।
এই পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌর প্রধান কানহাইয়া লাল আগরওয়াল। এছাড়া ইসলামপুর মহাকুমার ভক্ত বৃন্দ দের পাশপাশি বিহার রাজ্যের কটিহার জেলা, সহ ঠাকুর গঞ্জ, ও বিভিন্ন জায়গার ভক্তরা সামিল হন এই পুজোয়।
