News Britant

অভিষেককে আবার ইডির ডাক, রাস্তায় বিক্ষোভ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। এই খবর চাউর হতেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাজ ফেলেই রাস্তায় বিক্ষোভ প্রতিবাদে নামলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা।

তারা কমপক্ষে শতাধিক শিক্ষাকর্মী ইডি ও সি বি আইয়ের বিরুদ্ধে হাতে প্লাকার্ড ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে  মিছিল করার পর বিক্ষোভ প্রতিবাদে সামিল হন। শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি  তপন নাগ বলেন, আমাদের সকলের নয়নের মণি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে ভয় পেয়ে, কেন্দ্রের বিজেপি সরকার তাকে বারবার তলব করছে। তাই আমাদের আন্দোলন শুধু ইডি বা সি বি আইয়ের বিরুদ্ধে নয়, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ইডি ও সিবি আইকে অপব্যবহার করে, একের পর এক তৃণমূল নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে, আমাদের আন্দোলন তার বিরুদ্ধেও। এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি  তপন নাগ, সুপ্রতীম মৈত্র, বিজয় দাস সহ অন্যান্যরা।

Leave a Comment