



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দেশ জুড়ে শিক্ষক দিবস পালিত হবে আগামী ৫ই সেপ্টেম্বর। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটিতে শিক্ষা গুরুর বন্দনায় মাতবে পড়ুয়া থেকে শিক্ষা জগতের মানুষেরা। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া শিক্ষক শিক্ষিকারা মিলিত হল এরকমই এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানে।
নৃত্য, সংগীত উপস্থাপনার পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের প্রানবন্ত অনুষ্ঠানে স্কুল চত্বর হয়ে উঠেছিল সকলের উৎসবমুখর। এদিনের অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখা করতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল দামিয়েন টুডু বলেন, সামনেই স্কুলের পরীক্ষা। তাই কয়েকটা দিন আগেই এই অনুষ্ঠান পালন করা হচ্ছে।
শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা নানান বিষয়ে অংশ নিয়েছে। দীর্ঘ প্রায় ২ বছর করোনা আবহে স্কুলের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচিতে ব্যঘাত ঘটছিল। নিউ নর্মালে আবারও পরিস্থিতি অনুকূল হতেই আবারও পড়ুয়াদের সাংস্কৃতিক বিকাশে মন দিল স্কুল কর্তৃপক্ষ। এর ফলে নিজেদের ছেলেমেয়েদের প্রতিভার বিকাশ হবে বলেই মনে করেন অভিভাবকেরা।
