



#রায়গঞ্জঃ এবছর উত্তর দিনাজপুর জেলা থেকে পশ্চিম বঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাছেন এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা শ্যামশ্রী ঘোষ ও রায়গঞ্জেরই এক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, শ্যামশ্রী ঘোষ রায়গঞ্জ সদর চক্রের বীরনগর জি এস এফ পি স্কুলের প্রধান শিক্ষিকা।
এবং অমল বাবু রায়গঞ্জ শহরের মোহনবাটি হাই স্কুলের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক। সাহিত্য-সংস্কৃতি সাংস্কৃতিক জগতে এই ২ শিক্ষক ও শিক্ষিকা তাদের ছাপ ফেলেছেন। জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত জানান, মোট ৩ জন শিক্ষক এবার শিক্ষারত্ন পুরস্কারের জন্য আবেদন করেছিলেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে ২জন শিক্ষারত্ন পুরস্কার পাবেন। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, সামাজিক ও শিক্ষার বিকাশে এদের অবদান অনস্বীকার্য। এনাদের কাজই আগামীতে এদের পরিচয় বহন করবে। এদিকে, এই খবর পৌঁছাতেই স্কুল গুলোতে শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে।
