



#হেমতাবাদ: ৩০০ টাকার লটারি টিকিট কেটে কোটিপতি হলেন হেমতাবাদের কৃষক অপু দেবশর্মা। টিকিট থেকে পাওয়া টাকায় ঘটা করে দুই মেয়ের বিয়ে দিতে চান হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের বিদিশোল এলাকার ওই কৃষক।
জানা গিয়েছে, নিয়মিত লটারির টিকিট কাটার নেশা না থাকলেও শখে পড়ে মাঝেমাঝেই লটারির টিকিট কাটেন ওই ব্যক্তির। বুধবার সকালে বাড়ির কাছের একটি লটারি দোকান থেকে ৩০০ টাকার কিছু লটারি কাটেন ওই কৃষক। এরপর বিকালে জানতে পারেন তার কেনা টিকিটে ১ কোটি টাকা পুরস্কার উঠেছে৷ এর পরেই ওই ব্যক্তি লটারির টিকিট নিয়ে হেমতাবাদ থানায় এসে হাজির হন।
অপু দেবশর্মা বলেন, আমার কিছু জমি আছে, জমিতে চাষবাস করে সংসার চলে। দুই মেয়ের বিয়ের জন্য চিন্তায় ছিলাম। টাকা পেলে মেয়ের বিয়ে ঘটা করে দেব। আমার কেনা টিকিটে কোটি টাকা লেগেছে শুনেই থানায় এসেছি। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখে। কিন্তু, স্বপ্ন আর বাস্তবের মিল থাকে না অনেক সময়। তবে রূপকথা যে মাঝেমাঝে সত্যিও হয়, তা প্রমাণ করল অতিসাধারণ এই কৃষকের স্বপ্ন পূরণের ঘটনা।
