



#ইসলামপুর: মহরম উপলক্ষে একটি বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উওর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক লাউতলা টু গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মেঘদল দশানী গ্ৰামে দশি মহরম উপলক্ষ্যে এই অনুষ্ঠান প্রতিবছরই অনুষ্ঠিত হয়।
উদোক্তারা বলেন হিজরী ৬২ সালের ১০ ই মুহারম ইরাকের ফোরাত নদীর তীরে অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার যে লড়াই তথা আত্ম ত্যাগ ইতিহাস তাহাই করুন সুরে ঝার্নি ও মর্সিয়া গানের মাধ্যমে প্রকাশ করছে।
মেঘদল গ্রামের মানুষজন ও যুবকদের পরিচালনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।গান বাজনা সহ লাঠিয়ার খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে ২ টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰামবাসীরা। ঝানি ও মসিয়া গান শুনতে দূরদূরান্ত থেকে সব ধর্মের মানুষ উপস্থিত হন।
