News Britant

ইউনেস্কোর স্বীকৃতি পেল দুর্গাপূজা, আগামীকাল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ বাংলার দুর্গাপুজো পেল রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত ইউনেস্কোর এক বিশেষ সম্মান। ইউনেস্কোর Intangible Cultural Heritage of Humanity নামক এই স্বীকৃতিকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই স্বীকৃতিকে সম্মান জানাতে শোভাযাত্রার কথা ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ১লা সেপ্টেম্বর  কলকাতা সহ রাজ্যের সকল জেলায় এক সঙ্গে শোভাযাত্রা হবে। সেই নির্দেশের প্রেক্ষিতে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামীকাল উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে এক বর্ণাঢ্য পদযাত্রা পথ পরিক্রমা করবে।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ২ টায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড়ে পৌঁছে এই শোভাযাত্রা শেষ হবে। জানা গেছে,  এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন জেলার জনপ্রতিনিধিবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগন, পুজো উদ্যোক্তা সংস্থা, শিল্পী, লোকপ্রসার প্রকল্পের শিল্পী, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, সমাজসেবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Comment